৭ ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মহেশপুর বিদ্যুৎ সরবরাহে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছিল। তারমধ্যে , নির্বাচন কেন্দ্র সংশ্লিষ্ট দপ্তরসমুহ, ভোটকেন্দ্রসমুহের সার্ভিস লাইন চেক করা ও সংশ্লিষ্ট ট্রান্সফর্মার মেরামত করা ছিল অন্যতম। এছাড়াও নির্বাচন চলাকালীন সময় থেকে ফলাফল ঘোষনা পর্যন্ত তিনটি যানবাহন সহ বিদ্যুৎ কর্মীদের তিনটি টিম বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে সতর্ক অবস্থায় ছিল। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সদা সতর্ক অবস্থান ছিল।
নির্বাচনকালীন সময়ে কোথাও কোন বিদ্যুৎ বিঘ্নের সংবাদ পাওয়া যায় নাই। বিদ্যুৎ কর্মীদের উজ্জীবিত রাখতে অফিসে মধ্যনহভোজের আয়োজন করা হয়। সর্বোপরী উতসবমূখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সকলকে আবাসিক প্রকৌশলী অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস